মোঃ মোহাইমেনুর রহমান সানা-নীলফামারী :
১ সেপ্টেম্বর /২০২৫ রোজ সোমবার জলঢাকা উপজেলায় জাতীয় নাগরিক পার্টির আয়োজনে জলঢাকা ডাকবাংলো মাঠে বিজয় মেলার আয়োজন করা হয়।এই মেলার উদ্বোধন করে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় মুখ্য সংগঠক আবু সাঈদ লিওন সহ নীলফামারী জেলা উপজেলার শীর্ষ পর্যায়ের নেতৃত্ব বৃন্দ।নানা ধুম ধামের মধ্যে দিয়ে দিয়ে এই মেলার উদ্বোধন হওয়ার পর থেকে প্রথম দিকে দর্শনার্থীদের ভীড় ছিল চোখে পরার মত।কিন্তু এখন তেমন নেই কোন দর্শনার্থীদের ভীড় বা নেই কোন উত্তেজনা।মেলা নিয়ে মানুষের অনাগ্রহ তৈরীর বিষয়ে দর্শনার্থী এবং জুলাই আন্দোলন সংগ্রামের সাথে সম্পৃক্ত যারা ছিলেন তাদের সাথে কথা বলে জানা যায় আজ মেলার ২২ তম দিন অতিবাহিত হলে মেলার শুরুতে যে আয়োজন ছিল সেটা এখনো সেটাই অব্যহত আছে।মেলায় কোন নতুনত্ব আনা হচ্ছে না।যদিও এ মেলার শুরু জুলাই সংক্রান্ত ডকুমেন্টরী,জুলাই স্মৃতি চারন সহ অনেক কিছুর ব্যাপারে মেলা কমিটির পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছিল।কিন্তু মেলা শুরুর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও মেলার ইভেন্টে আসেনি কোন নতুনত্ব,নেই কোন জুলাই আন্দোলনের কোন চিহ্ন মাত্র।হয়তো এসব দিক লক্ষ করে দর্শনার্থীরা মেলার প্রতি আগ্রহ হারাচ্ছে বলে তারা মনে করছে।জুলাই আন্দোলন সরাসরি অংশ নেওয়া জুলাই রাজবন্দী প্রিন্স মাহামুদ,আহত জুলাই যোদ্ধা লিমন হাসান এবং জুলাই আন্দোলনে অংশ নেওয়া স্থানীয় কয়েকজন নেতার সাথে কথা বললে তারা দাবি করেন যেহেতু মেলাটি জুলাইকে ঘিরে সেহেতু আমরা আশা করি মেলা কমিটি যে ভাবে আমাদের আশ্বস্ত করে মেলাটি শুরু করেছিল সেটার আমরা বাস্তবতা দেখতে পাবো।আশা করি মেলা কমিটির জুলাইয়ে যে আবেগটাকে আর ব্যবহার না করে অতি দ্রুত জুলাই ডকুমেন্টরী,বিভিন্ন আলোক চিত্র সহ যা কিছু এই মেলার মাধ্যমে উপস্থাপন করার কথা ছিল তা বাস্তবে রুপ দিবে বলে আমরা আশা রাখছি।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page