জন জাগরণ ডেস্ক :
সাবেক অ্যাটর্নি জেনারেল ও সিনিয়র অ্যাডভোকেট মো. সালাউদ্দিন আহমেদ আজ রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭।
মরহুমের পরিবারের সদস্যরা তাঁর মৃত্যুর খবর জানিয়ে বলেছেন, তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। স্কয়ার হাসপাতালের আইসিইউতে তিনি চিকিৎসাধীন ছিলেন। এখানেই তিনি আজ ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তাঁর নামাজে জানাজা জোহরের নামাজের পর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
অ্যাডভোকেট সালাউদ্দিন ১৯৬৯ সালে লন্ডন স্কুল অব ইকোনমিক্স থেকে অর্থনীতিতে বিএসসি ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি ১৯৭০ সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে এমএ এবং ১৯৮৪ সালে কলম্বিয়া ল স্কুল থেকে এলএলএম ডিগ্রি লাভ করেন।
তিনি ১৩ জুলাই, ২০০৮ থেকে ১২ জানুয়ারী, ২০০৯ পর্যন্ত বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেছেন।
তার মৃত্যুতে দৈনিক জন জাগরণ পত্রিকার পরিবার শোকাহত।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page