কাশিমপুরে দূর্গা পূজার প্রতিমা ভাঙচুরের ঘটনায় প্রশাসন ও রাজনৈতিক নেতাদের মতবিনিময় সভা
সাবিনা ইয়াসমিন :
গাজীপুর মহানগরের কাশিমপুরে দুর্গা পূজার প্রতিমা ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২০ সেপ্টেম্বর কাশিমপুরের ৬ নং ওয়ার্ডের নামা বাজার এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের পাশাপাশি রাজনৈতিক দলের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং কাশিমপুর থানা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ রবিউল ইসলাম।
তিনি বলেন, ধর্মীয় সম্প্রতি বিনষ্টের যেকোনো অপচেষ্টা দমন করা হবে। দুর্গাপূজার সময় প্রতিটি মন্দিরের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে।
বক্তারা প্রতিমা ভাঙচুরের ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।
পুলিশ জানায়, দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কাশিমপুরে ১৪ টি মন্দিরের তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page