মোহাম্মদ ওয়াহেদ আলী-লালমনিরহাট :
“মানবতাবোধ, জাগ্রত হোক, বিবেকের তাড়নায়”-এ স্লোগানকে সামনে রেখে লালমনিরহাটের সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন বিউটিফুল লালমনিরহাট ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ কর্মসূচির আয়োজন করেছে।
আজ শুক্রবার বিকেলে সদর উপজেলার মোঘলহাট ইউনিয়নের চর ফলিমারী এলাকায় আয়োজন করা হয় সোলার ল্যাম্প বিতরণ ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি। এতে চর এলাকার সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে সোলার ল্যাম্প তুলে দেওয়া হয়। একইসঙ্গে স্থানীয়দের জন্য বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের সুযোগ রাখা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-লালমনিরহাট) ফজলুল হক, ব্লাড ডোনেশন সোসাইটি অব লালমনিরহাটের প্রতিষ্ঠাতা সভাপতি হামিদুর রহমান, যমুনা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মো. আলহাজ উদ্দিনসহ সংগঠনের নেতৃবৃন্দ।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, সোলার ল্যাম্প বিতরণ শিক্ষার্থীদের পড়াশোনায় সহায়ক হবে। অন্যদিকে রক্তের গ্রুপ নির্ণয়ের মাধ্যমে মানুষ নিজেদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হয়ে উঠবেন।
সূত্র : বাসস
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page