সৌভিক পোদ্দার-ঝিনাইদহ :
ঝিনাইদহ সদর উপজেলার নারিকেলবাড়িয়া বাজারে সার ও কীটনাশকের দোকানে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এসময় মেসার্স প্রিন্স বীজ ভাণ্ডার নামে এক প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেন আদালত।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার নারিকেলবাড়িয়া বাজারে এ অভিযান চালানো হয়।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক নিশাত মেহের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এসময় মেসার্স প্রিন্স বীজ ভাণ্ডার নামে প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ লঙ্ঘনের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক নিশাত মেহের বলেন, নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে নারিকেলবাড়িয়া বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। একটি সার ও কীটনাশক বিক্রয়কারী প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান ধারাবাহিকভাবে জেলার প্রতিটি এলাকায় পরিচালনা করা হবে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page