সাইমন :
প্রায় দুই দশক নিষ্ক্রিয় থাকার পর পুনরায় সচল হতে যাচ্ছে বাংলাদেশ-পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশন (জেইসি)। এর অংশ হিসেবে আগামী ২৬ ও ২৭ অক্টোবর ঢাকায় দুই দিনব্যাপী জেইসি বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এবং পাকিস্তানের পক্ষে নেতৃত্ব দেবেন সে দেশের অর্থমন্ত্রী মুহাম্মদ আওরঙ্গজেব।
বৈঠকে উভয় দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং যোগাযোগব্যবস্থা শক্তিশালীকরণসহ দ্বিপক্ষীয় সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা হবে। অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) জানিয়েছে, জেইসির আওতায় বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
এ লক্ষ্যে ইআরডি ইতোমধ্যে পররাষ্ট্র, শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাট, শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয়সহ বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর কাছে আলোচ্যসূচি প্রস্তাব চেয়ে চিঠি পাঠিয়েছে। বৈঠকে বাংলাদেশ পক্ষ থেকে পাটজাত পণ্য, চা, ওষুধ, বস্ত্র ও ইলেকট্রনিক সামগ্রী রপ্তানি বৃদ্ধির জন্য পাকিস্তানের বাজারে বাড়তি সুবিধা চাওয়া হবে।
উল্লেখ্য, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সর্বশেষ জেইসি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল ২০০৫ সালে। সেই বৈঠকে দুই দেশের বাণিজ্যের পরিমাণ ২০০ মিলিয়ন ডলার থেকে ২০০৭ সালের মধ্যে ১ বিলিয়ন ডলারে উন্নীত করার পরিকল্পনা করা হয়। তবে পরবর্তী সময়ে দ্বিপক্ষীয় সম্পর্কে শীতলতা দেখা দেওয়ায় এই সহযোগিতা কাঠামো নিষ্ক্রিয় হয়ে পড়ে।
গত বছর বাংলাদেশে সরকার পরিবর্তনের পর পাকিস্তান দ্বিপক্ষীয় সম্পর্ক পুনরুজ্জীবিত করার আগ্রহ প্রকাশ করে। এর ধারাবাহিকতায় গত আগস্টে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান ঢাকায় এসে বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টার সঙ্গে বৈঠক করে জেইসি পুনরায় চালুর প্রস্তাব দেন।
বিশ্লেষকরা মনে করছেন, আসন্ন বৈঠক দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা করতে পারে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page