জন জাগরণ ডেস্ক :
রাজধানী ঢাকার মিরপুরে হারিয়ে যাওয়া ১টি মোবাইল সেট পল্লবী থানা (ঢাকা মেট্রোপলিটন পুলিশ) আবুল কাইয়ূম (ইন্সপেক্টর তদন্ত) এর নেতৃত্বে, মোঃ রবিউল ইসলাম সোহেল এএসআই (নিঃ) এর কঠোর পরিশ্রমে মোবাইল সেটটি উদ্ধার করে দৈনিক জন জাগরণ পত্রিকার সহ সম্পাদক রফিকুল ইসলাম জাকিরের উপস্থিতিতে বুঝিয়ে দেন দৈনিক জন জাগরণ পত্রিকার নির্বাহী সম্পাদক জি. এস. জয়ের হাতে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ, পল্লবী থানার আবুল কাইয়ূম (ইন্সপেক্টর তদন্ত) দৈনিক জন জাগরণকে বলেন, বিভিন্ন কারণে মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ঘটনায় মোবাইল মালিকদের সাধারণ ডায়েরির প্রেক্ষিতে পল্লবী থানা পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় মে মাসে হারিয়ে যাওয়া মোবাইল সেটটি নারায়নগঞ্জ থেকে উদ্ধার করে।
মোঃ রবিউল ইসলাম সোহেল এএসআই (নিঃ) হারানো মোবাইলটি উদ্ধারে সক্রিয় ভূমিকা পালন করে।
মোঃ রবিউল ইসলাম সোহেল এএসআই (নিঃ) বলেন, ‘মোবাইল হারানো সংক্রান্ত জিডির ক্ষেত্রে ভুক্তভোগীদের তদবির বা যোগাযোগ ব্যতিরেকে স্বতঃপ্রণোদিতভাবে তথ্য-প্রযুক্তির সহায়তায় এ উদ্ধার কাজ করে থাকেন।’ হারানো, চুরি বা ছিনতাই হওয়া মোবাইল ফোন ফিরে পাওয়া যায় না– এমন ধারণা থেকে বের হয়ে এসে পুলিশের সহযোগিতা নেওয়ার আহ্বান করেন তিনি।
হারিয়ে যাওয়া মোবাইল সেটটি দ্রুততম সময়ে ফিরে পেয়ে দৈনিক জন জাগরণ পত্রিকার নির্বাহী সম্পাদক জি. এস. জয় পল্লবী থানার পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page