জন জাগরণ ডেস্ক :
দৈনিক আজকের বাজার, দৈনিক জন জাগরণ পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি ও প্রাইম ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (পিডিও) এর চেয়ারম্যান সাংবাদিক রফিকুজ্জামান সিজারের পিতা উত্তর মির্জাপুর গ্রামের ঐতিহ্যবাহী মিয়া পরিবারের মরহুম কামরুজ্জামান মিয়ার আজ ১১ তম মৃত্যু বার্ষিকী।
উল্লেখ্য মরহুম কামরুজ্জামান মিয়া ২০১৪ সালের ১৬ সেপ্টেম্বর রাত ৯ টার সময় তার নিজ গ্রামে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে মহান রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে পরিবারের দুই ছেলে ও স্ত্রী সহ আত্মীয়-স্বজন ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী কে চোখের জলের সাগরে ভাসিয়ে চলে গেছেন।
তার জ্যৈষ্ঠ পুত্র নাট্য অভিনেতা তৌফিকুজ্জামান ডলার। মরহুমের পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া কামনা করেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page