মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা :
বাংলাদেশে তরুণ স্বেচ্ছাসেবীদের সর্বোচ্চ রাষ্ট্রীয় স্বীকৃতি “ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড” অর্জন করেছেন গাইবান্ধা জেলার সদর উপজেলার পূর্ব পাড়ার(পুলবন্দি) কৃতি সন্তান মোঃ শাহাদাৎ হোসেন শহীদ।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হল মিলনায়তনে আয়োজিত বর্ণাঢ্য রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস। তিনি মোঃ শাহাদাৎ হোসেন শহীদ এর হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন। অনুষ্ঠানে যুব ও ক্রীড়া উপদেষ্টা, নৌপরিবহন উপদেষ্টা, প্রধান উপদেষ্টার প্রেস সচিবসহ সরকার ও প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত এই মর্যাদাপূর্ণ আসরে প্রতি বছর সামাজিক ক্ষেত্রে অসাধারণ অবদান রাখা তরুণদের স্বীকৃতি দেওয়া হয়। এ বছর সারাদেশ থেকে মাত্র ১২ জনকে নির্বাচিত করা হয়েছে। এর মধ্যে শিক্ষা, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছেন মাত্র দুইজন—তাদের একজন গাইবান্ধা জেলার সদর উপজেলার পূর্বপাড়ার(পুলবন্দি) মোঃ শাহাদাৎ হোসেন শহীদ।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page