নিজস্ব প্রতিবেদক :
রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) আজ রোববার শিক্ষার্থীদের পরিবহনে সাতটি নতুন বাসের উদ্বোধন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) দেয়া বাসগুলো বিআরটিসি থেকে ভাড়া নেয়া। বেরোবি শিক্ষার্থী ও কর্মকর্তাদের প্রত্যাশা, নতুন বাসগুলো চালুর ফলে ক্যাম্পাসে পরিবহন সংকট মিটে যাবে।
বেরোবি উপাচার্য অধ্যাপক ড. মো. শওকত আলী এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে নতুন বাসগুলোর উদ্বোধন করেন। এসময় বেরোবি সিন্ডিকেট সদস্য ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রাশেদুল ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. এবিএম শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন।
বাসগুলো দেয়ার জন্য ইউজিসিকে ধন্যবাদ জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. শওকত আলী বলেন, আগামীতে সুষ্ঠু ও মনোরম শিক্ষার পরিবেশ বজায় রাখতে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
সূত্র : বাসস...
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page