সৌভিক পোদ্দার-ঝিনাইদহ :
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবি-বিএসএফ পুশইন, সীমান্ত হত্যা, মানব পাচার এবংমাদক চোরাচালান বিরোধী গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল ৫টা থেকে বিকেল ৬টা উপজেলার বেনীপুর সীমান্তের শূন্য লাইনে দুই দেশের কমান্ডিং পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।
৫৮ বিজিবির কমান্ডার লে. কর্নেল মো. রফিকুল আলম জানান, ৫৮ বিজিবি এবং প্রতিপক্ষ ১৯৪ বিএসএফ ব্যাটালিয়ন এর মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। উক্ত সৌজন্য সাক্ষাতে বিজিবির স্টাফ অফিসারসহ ১০ জন এবং প্রতিপক্ষ ১৯৪ বিএসএফ ব্যাটালিয়ন এর কমান্ড্যান্ট মুগনথান ও স্টাফ অফিসারসহ ১০ জন অংশগ্রহণ করেন।
তিনি বলেন, উক্ত সৌজন্য সাক্ষাতে বিজিবি-বিএসএফ সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখা, সীমান্ত হত্যা না হওয়া, মানব পাচার রোধ, বিএসএফ কর্তৃক পুশ-ইন না করা এবং মাদক চোরাচালান প্রতিরোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করাসহ সীমান্ত সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে হৃদ্যতাপূর্ণ পরিবেশে আলোচনা হয়। এ সময় উভয় ব্যাটালিয়ান কমান্ডার এবং বিজিবি-বিএসএফ এর উপস্থিত সকল সদস্য সীমান্তের জিরো লাইন ধরে প্রায় ২ কিঃ মিঃ হাঁটেন। পরিশেষে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আগামী দিনগুলোতেও সুসম্পর্ক বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উক্ত সৌজন্য সাক্ষাৎ সমাপ্ত হয়।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page