মোঃ রাজিউর রহমান-ভোলা :
ভোলা সদর উপজেলার চরনোয়াবাদ ৯নং ওয়ার্ডে আলোচিত নোমানী হুজুর হত্যা মামলার রহস্য অবশেষে উদঘাটন করেছে পুলিশ। নিহত আমিনুল হক ওরফে নোমানী হুজুর (৪৩) কে হত্যা করেছে তারই আপন বড় ছেলে—এমন তথ্য নিশ্চিত করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
ঘটনা সূত্রে জানা যায়, গত ৬ সেপ্টেম্বর রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন আসে যে, অজ্ঞাত দুর্বৃত্তের ছুরিকাঘাতে নোমানী হুজুর গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের স্ত্রী হালিমা বিনতে কামাল বাদী হয়ে ভোলা সদর থানায় হত্যা মামলা দায়ের করেন (মামলা নং–১৩, তারিখ: ০৭/০৯/২০২৫ইং, ধারা ৩০২/৩৪ দণ্ডবিধি)। মামলা দায়েরের পর ভোলা সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার একাধিক টিম যৌথভাবে তদন্ত শুরু করে।
পুলিশ জানায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গত ১২ সেপ্টেম্বর নিহতের বড় ছেলে মোঃ রেদেয়ানুল হক (১৭) কে ডিবি পুলিশের হেফাজতে নেয়া হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে অকপটে নিজের পিতাকে হত্যার বিষয়টি স্বীকার করে। তার স্বীকারোক্তি অনুযায়ী ভিকটিমের বাড়ির পেছনের খালপাড় থেকে হত্যায় ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়েছে।
বর্তমানে মামলাটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, জেলা গোয়েন্দা শাখা, ভোলা’র নিকট তদন্তাধীন রয়েছে।
নিজ সন্তানের হাতে পিতার নির্মম মৃত্যুর ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও বিস্ময়ের সৃষ্টি হয়েছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page