নাজমুল আহসান-শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি :
নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য একটি স্বার্থান্বেষী মহল স্বৈরাচারদের নিয়ে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
শুক্রবার বিকেলে গাজীপুরের শ্রীপুরে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে বলেন, "সমস্ত ষড়যন্ত্র রুখে দিতে হবে ঐক্যবদ্ধভাবে। সাধারণ মানুষের ভরসা অর্জন করাই আমাদের মূল লক্ষ্য।"
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকার, সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী ও খায়রুল কবির আজাদ মণ্ডলসহ স্থানীয় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page