সাওপ ডেস্ক :
বেসরকারি টেলিভিশন চ্যানেল মোহনা টিভির শরীয়তপুর জেলা সংবাদদাতা প্রিয় সহকর্মী মাহবুবুর রহমান এর উপর সন্ত্রাসী হামলার ঘটনায় আমরা গভীর ক্ষোভ ও তীব্র নিন্দা প্রকাশ করছে সাংবাদিক ঐক্য পরিষদ (সাওপ)। এ ধরনের ন্যক্কারজনক ঘটনা গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিক নিরাপত্তার উপর সরাসরি আঘাত।
আমরা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবি জানাচ্ছি।
সাংবাদিক সমাজের উপর এ ধরনের বর্বরোচিত হামলা মুক্ত গণমাধ্যম ও গণতান্ত্রিক চর্চার জন্য হুমকি স্বরূপ। আমরা সকল সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে এই ঘটনার প্রতিবাদ জানানোর আহ্বান জানাই।
শরীয়তপুরের ভেদরগঞ্জে মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি মাহবুবুর রহমানের উপর হামলার ঘটনা ঘটেছে। আহত অবস্থায় ভুক্তভোগী ওই সাংবাদিককে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ছয়গাঁও এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়, ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, সাংবাদিক মাহবুবুর রহমানের সাথে কালু মোল্লা নামের এক ব্যক্তির সাথে বিরোধ ছিলো। বৃহস্পতিবার দুপুরে মাহবুবুর রহমান নিজ বাড়ি থেকে সংবাদ সংগ্রহে গোসাইরহাটে যাওয়ার পথে কালু মোল্লা তার স্ত্রী মাহমুদা বেগম, ছেলে মহসীন মোল্লাসহ বেশ কয়েকজন তার উপর হামলা চালায় বলে অভিযোগ ভুক্তভোগীর। হামলায় মাহবুবুর রহমান আহত হলে তার ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করে।
সাংবাদিক মাহবুবুর রহমান অভিযোগ করে বলেন, কালু মোল্লা সরকারি খাস জমি দখলে নিয়ে পাঁকা ঘর নির্মাণ করে বসবাস করছিল। আমি সেই সংক্রান্ত নিউজ করেছিলাম বলে তারা আমার ওপর ক্ষিপ্ত ছিলো। আজ সুযোগ বুঝে আমার উপর হামলা চালিয়েছে। আমি এই ঘটনার সুষ্ঠু বিচারের দাবী জানাই।
এ ব্যাপারে অভিযুক্তদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page