আবদুল্লাহ আল মামুন-সাতক্ষীরা :
সাতক্ষীরার বিনেরপোতায় বিসিক শিল্পনগরীতে ভেজাল প্রাণি ও মাছের খাবার এবং কৃষিতে ব্যবহৃত সার তৈরি করার অভিযোগে রকিবুল ইসলাম নামের এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
এর আগে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম উপজেলা কৃষি কর্মকর্তাদের সাথে নিয়ে রকিবুলের কারখানায় অভিযান চালায়। এসময় তাঁর কারখানা থেকে ২ বস্তা ফিস জেল,৬০ বস্তা সালফার,৮৫ কার্টুন টপজিংক,৬০ কার্টুন ইকোজিংক প্লাস,২০ কার্টুন ওয়াটার ক্লেয়ার ও মিশ্রণ করা যন্ত্রসহ বিপুল পরিমাণ ভেজাল সার ও মাছের খাবার জব্দ করা হয়।
রকিবুল ইসলাম (৫৩) সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার রুস্তম আলী সরদারের ছেলে।
সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজামুদ্দিন মোল্যা জানান, রকিবুল ইসলাম বিসিক শিল্পনগরীতে প্লট বরাদ্দ নিয়ে দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট দপ্তর থেকে লাইসেন্স গ্রহণ ব্যতীত ভেজাল প্রক্রিয়ায় প্রাণি ও মাছের খাবার এবং কৃষিতে ব্যবহৃত সার উৎপাদন করে আসছেন। তার এ অবৈধ প্রক্রিয়া বন্ধ করতে বুধবার বিকেলে কৃষি কর্মকর্তাদের সাথে নিয়ে অভিযান চালানো হয়। এসময় বিপুল পরিমাণ ভেজাল প্রাণি ও মাছের খাবার এবং কৃষিতে ব্যবহৃত সার জব্দ করা হয়। পরে তাকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজুল ইসলামের নেতৃত্বে গঠিত ভ্রাম্যমান আদালতে উপস্থাপন করা হয়।
ভ্রাম্যমান আদালতের বিচারক ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: তাজুল ইসলাম বলেন,২০০৬ সালের সার ব্যবস্থাপনা আইনের আওতায় আসামীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page