সুমন খান :
রাজধানীর উত্তরার আব্দুল্লাহপুর এলাকায় আকবর টাওয়ারের তৃতীয় তলায় অবস্থিত ‘ওয়ান স্টার’ নামের একটি আবাসিক হোটেলকে কেন্দ্র করে প্রকাশ্যেই চলছে দেহ ও মাদক ব্যবসা। স্থানীয়দের অভিযোগ, হোটেলের মালিক মিল্টন ও ম্যানেজার শাহ আলমের নেতৃত্বে গড়ে ওঠা সংঘবদ্ধ চক্র দালালদের মাধ্যমে গ্রাম থেকে অসহায় তরুণীদের ঢাকায় এনে জোরপূর্বক অনৈতিক কাজে ব্যবহার করছে।
স্থানীয় এক দোকানদার নাম প্রকাশ না করার শর্তে জানান, “ভোর থেকে রাত পর্যন্ত দালালরা সড়কে দাঁড়িয়ে খদ্দের ধরে আনে। দাম ঠিক হলেই তাদের সরাসরি তিনতলায় নিয়ে যায়। এই দৃশ্য প্রতিদিনই দেখা যায়।”
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হোটেল ব্যবসার আড়ালে মাদক সরবরাহও চলে সমানতালে। রুমে প্রবেশ করা বহু ‘গ্রাহক’ অল্প সময়ের মধ্যেই বেরিয়ে যায়, আবার অনেক সময় রাতভর আসর বসে।
রিপোর্টারদের সরেজমিন যাচাইয়ে দেখা গেছে, আকবর টাওয়ারের একপাশের সিঁড়ি দিয়ে উঠলেই দ্বিতীয় তলায় রিসেপশন। এখানেই দালালরা বুকিং সম্পন্ন করে। এরপর ক্লায়েন্টদের উপরের কক্ষে নিয়ে যাওয়া হয়। এলাকাবাসীর মতে, এসব কার্যক্রম এতটাই প্রকাশ্য যে প্রায় সবাই জানে, কিন্তু কেউ মুখ খোলে না।
স্থানীয়দের অভিযোগ, হোটেল কর্তৃপক্ষ থানার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে প্রকাশ্যে এ অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে। “ওসির সঙ্গে ভালো বোঝাপড়া আছে বলেই তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না,” দাবি করেন এক ক্ষুব্ধ ব্যবসায়ী।
অভিযোগ আরও রয়েছে, দীর্ঘদিন ধরে গণমাধ্যমে খবর প্রকাশিত হলেও প্রশাসনিক তৎপরতা তেমন চোখে পড়ে না। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এক কর্মকর্তা বলেন, “হোটেলকে লাইসেন্স দেয়া হয়েছিল সাধারণ অতিথি সেবার জন্য। অভিযোগের বিষয়টি এখন জানলাম। প্রমাণ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আগ্রাবাদ সড়কের আকবর টাওয়ারের তৃতীয় তলায় অবস্থিত ওয়ান স্টার হোটেলকে কেন্দ্র করে চলছে দালালচক্রের কার্যক্রম। গ্রাম থেকে আনা অসহায় নারীদের দিয়ে রুমে ঘণ্টাভিত্তিক দেহব্যবসা, মাদকের লেনদেন ও পুলিশের নীরব ভূমিকার অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী।
অন্যদিকে, ডিটেকটিভ ব্রাঞ্চের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, “গোয়েন্দা নজরদারি চলছে। অভিযোগ সত্য হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এদিকে, ওয়ান স্টার হোটেলের অনলাইন উপস্থিতি ও বিজ্ঞাপনও ইন্টারনেটে রয়েছে। তবে মালিক বা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page