সুরঞ্জন তালুকদার :
উৎসব মুখর পরিবেশে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ১নং উত্তর বংশিকুন্ডা ইউনিয়ন বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়।
আজ ৮ই সেপ্টেম্বর রোজ সোমবার মহেষখলা বাজারে দ্বি বার্ষিক সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন হয়।উক্ত সম্মেলন ও কাউন্সিলে সভাপতিত্ব করেন ইউনিয়ন বি এন পির আহ্বায়ক মো শাজাহান খন্দকার। যুগ্ম আহ্বায়ক আব্দুস সালামর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মধ্যনগর উপজেলায় বি এন পির আহ্বায়ক আবে হায়াত।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধ্যনগর উপজেলায় বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনু, যুগ্ম আহ্বায়ক আবুল বাশার, যুগ্ম আহ্বায়ক মোসাহিদ তালুকদার, সদস্য কামাল হোসেন, তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, দক্ষিণ বংশিকুন্ডা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সুজন মিয়া,উপজেলা যুবদলের সদস্য সচিব সাইদুর রহমান জিয়া, যুগ্ম আহ্বায়ক সাজিবুল হক তালুকদার, ছাত্রদলের সদস্য সচিব মোসাব্বির হোসেন সাগর, যুগ্ম আহ্বায়ক শেখ ফরিদ প্রমুখ।, আরো উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলায় বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বিপ্লব তালুকদার, ফজলুর রহমান,, যুগ্ম আহ্বায়ক টিটু রঞ্জন তালুকদার, যুগ্ম আহ্বায়ক মহিবুর রহমান মানিক, যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম , সদস্য তাজুল ইসলাম,সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সেপুল আহমেদ, মধ্যনগর ইউনিয়ন যুবদলের সভাপতি মো ইমরান, মধ্যনগর উপজেলা জাতীয়তাবাদী নবীন দলের আহ্বায়ক মো খসরুজ্জামান। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন হাফেজ মাওলানা দ্বীন ইসলাম।প্রধান অতিথি আবে হায়াত ও ১নং যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনু শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠান শুরু করেন।বক্তারা ১ম অধিবেশন শেষ করে, ২য় অধিবেশন এ প্রত্যেক্ষ ভোটের মাধ্যমে নির্বাচন হয়।কাউন্সিলে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছে সিনিয়র সহসভাপতি মজনু মিয়া,সহসাধারণ সম্পাদক মঞ্জুরুল হক,সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম।সভাপতি পদে দুজন প্রতিদ্বন্দ্বিতা করে,। সভাপতি প্রার্থী মোক্তার হোসেনের মার্কা ঘোড়া এবং সভাপতি প্রার্থী জামাল হোসেন এর মার্কা আনারস ছিল। এতে সভাপতি প্রার্থী মোক্তার হোসেন ৩৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়। নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস মার্কায় ১৩ ভোট পায় ।সাধারণ সম্পাদক ছিল দুজন তারা হলো আব্দুস সালাম,ও সৈয়দ হোসেন। আব্দুল সালামের মার্কা তালা এবং সৈয়দ হোসেনের মার্কা ফুটবল। এতে আব্দুস সালাম তালা মার্কায় ২৮২ভোট পেয়ে নির্বাচিত হয়। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সৈয়দ হোসেন পায় ১২০ভোট। নির্বাচনের ফলাফল প্রধান নির্বাচন কমিশনার আবে হায়াত মধ্যনগর উপজেলায় বিএনপির আহ্বায়ক এবং সহকারী প্রধান নির্বাচন কমিশনার আব্দুল কাইয়ুম মজনু উপজেলা বিএনপির ১নং যুগ্ম আহ্বায়কের স্বাক্ষর এর মাধ্যমে ফলাফল ঘোষণা করা হয়।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page