সুমন খান :
ঢাকা শহরে গত রাত থেকে শুরু হওয়া ভারী বর্ষণে মিরপুর-১০ নম্বর সংলগ্ন এলাকার সড়কগুলোতে তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এ কারণে সকাল থেকেই যান চলাচলে মারাত্মক ব্যাঘাত ঘটছে। প্রধান সড়কের পাশাপাশি গলিপথগুলোও পানিতে তলিয়ে যাওয়ায় জনসাধারণকে ভোগান্তির শিকার হতে হচ্ছে। অফিসগামী মানুষ, স্কুলের শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ যাত্রী সবাই পানিবন্দি অবস্থায় পড়েছেন।
সকালে জরুরি প্রয়োজনে যাতায়াত করা যাত্রীদের অভিযোগ— যথাযথ ড্রেনেজ ব্যবস্থার অভাবে সামান্য বৃষ্টিতেই সড়ক পানিতে ডুবে যায়। পানি জমে থাকায় রিকশা, সিএনজি ও বাসগুলো ধীরগতিতে চলাচল করছে। এতে কর্মজীবী মানুষের মূল্যবান সময় নষ্ট হচ্ছে এবং জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে।
এ অবস্থায় ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ (মিরপুর) সক্রিয়ভাবে মাঠে কাজ করছে। ট্রাফিক মিরপুর বিভাগের ডিসি গৌতম কুমার এর নির্দেশনা অনুযায়ী ট্রাফিক সদস্যরা পানিবদ্ধ এলাকায় নেমে যানবাহনের চলাচল স্বাভাবিক রাখতে নিরবিচ্ছিন্নভাবে কাজ করছেন। বিকল্প রুট ব্যবহার, সংকেত নিয়ন্ত্রণ ও যানবাহনকে নিরাপদে সরিয়ে দেওয়ার মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
তবে বিশেষজ্ঞরা বলছেন, শুধুমাত্র পুলিশি উদ্যোগে এই সংকট দূর হবে না। নগর পরিকল্পনা, কার্যকর ড্রেনেজ ব্যবস্থা এবং সমন্বিত উদ্যোগ ছাড়া মিরপুরসহ ঢাকার অন্যান্য জলাবদ্ধ এলাকা থেকে নাগরিক দুর্ভোগ কমানো সম্ভব নয়।
ঢাকা শহর কি বারবার একই দৃশ্যের পুনরাবৃত্তি দেখতে থাকবে? নাকি দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে এই দুর্ভোগ থেকে মানুষকে মুক্তি দেওয়া হবে?
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page