র.ই. জাকির :
অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি আমার প্রিয় একজন বন্ধুকে হারালাম। খলিল ভাই আর নেই। ঝালকাঠি প্রেসক্লাব এর সন্মানিত সভাপতি, দৈনিক নয়াদিগন্ত, মাছরাঙা টিভি ও বাংলাদেশ বেতারের ঝালকাঠি জেলা প্রতিনিধি জনাব কাজী খলিলুর রহমান ভাই গত ২০আগস্ট ব্রেইন স্ট্রোক করে, ঢাকাস্থ ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ সকাল ৯.৫০মিঃ সনয় ইন্তেকাল করেছেন।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন.........)
তাহার অকালে মৃত্যুতে সেচছা সেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক কোষাধ্যক্ষ সৈয়দ রফিকুল ইসলাম তাহার একজন বন্ধু ও গার্ডিয়ান হারিয়েছেন।
তাঁহার মৃত্যুতে আমরা বিএনপি পরিবারের সকল সন্মানিত নেতৃবৃন্দ শোকাহত ও গভীর শোক প্রকাশ করছি এবং শোকাভিভূত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।মহান আল্লাহ্ রাব্বুল আলামিন এর নিকট মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া প্রার্থনা করছি। মহান আল্লাহ মরহুমের জীবনের সকল ভুলত্রুটি ক্ষমা করে তাকে যেন জান্নাতুল ফেরদাউস নসিব করেন.......আমিন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page