মোহাম্মদ ওয়াহেদ আলী-লালমনিরহাট :
গাছ লাগাই --পরিবেশ বাঁচাই এই স্লোগানকে সামনে রেখে কাজির চওড়া উচ্চ বিদ্যালয় এর শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু সাংগঠনিক সম্পাদক বিএনপি জাতীয় নির্বাহী কমিটি ও সভাপতি লালমনিরহাট জেলা বিএনপি। এই অনুষ্ঠানের আয়োজন করেন কাজির চওড়া উচ্চ বিদ্যালয় সদর লালমনিরহাট।
এই অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে জনাব আসাদুল হাবিব দুলু বলেন পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হলে প্রত্যেক নাগরিকের উচিত কমপক্ষে দুইটি করে ফলজ গাছ এবং দুইটি বনজ গাছ লাগানো দরকার।
শুধু তাই নয় আমাদের শিক্ষার্থী থেকে শুরু করে প্রতিটি নাগরিকের এই দায়িত্ব পালন করা উচিত বলে আমি মনে করি। তাছাড়া একটি দেশের পরিবেশ রক্ষা করতে হলে মোট আয়তনের ষোলো ভাগ বনভূমি থাকা আবশ্যক কিন্তু আমাদের দেশে তা নেই । তাই প্রতিটি নাগরিকের এই দায়িত্ব নিজেই পালন করতে হবে। আমাদের দেশে ১৬ ভাগ বনভূমি না থাকার কারণে পরিবেশ দূষণ বায়ুদূষণের বরাবর আমরা সম্মুখীন হইতেছি।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব মোঃ আব্দুল হাকিম খান ।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page