ভোলা প্রতিনিধি :
ভোলা দারুল হাদিস কামিল (স্নাতকোত্তর) মাদরাসার মুহাদ্দিস, ভোলা সদর উপজেলা পরিষদ মসজিদের খতিব, ইসলামি ঐক্য আন্দোলনের ভোলা জেলা সেক্রেটারি, ভোলা জেলা ইমাম সমিতির সহ-সভাপতি এবং ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদের সদস্য মাওলানা মোঃ আমিনুল হক নোমানী-কে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা।
ঘটনাটি ঘটে শনিবার (৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টার সময়, যখন দুর্বৃত্তরা তার নিজ বাসভবনে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে পালিয়ে যায়। খবর পেয়ে এলাকাবাসী দ্রুত তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে রাত ৯টা ৪০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাওলানা আমিনুল হক নোমানীর মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ধর্মপ্রাণ মুসল্লি, সহকর্মী এবং এলাকাবাসী তার হত্যার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তারা নৃশংস এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি, তথা ফাঁসির দাবি জানিয়েছেন।
এদিকে মরহুমের নামাজে জানাজা রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুর ২টায় ভোলা সরকারি স্কুল মাঠে অনুষ্ঠিত হবে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page