নিজস্ব সংবাদদাতা :
সোনাগাজী এলাকার জনগণ সাবেক যুব নেতা নবীকে পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি হিসেবে দেখতে চাই সেখানকার জনগণ। বিগত ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। জনগণের মাঝে তার কর্মী বাহিনী নিয়ে নেতৃত্ব দিয়েছেন। বিগত সরকারের অত্যাচারের ফলে তিনি দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন। তখন তিনি এলাকার মানুষকে উজ্জীবিত রেখেছিলেন। দল মত নির্বিশেষে সেখানকার মানুষ তাকে বিএনপি'র গুরুত্বপূর্ণ পদে দেখতে চাই। তবে তিনি আশা করেন তিনি সোনাগাজী পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি হিসেবে নির্বাচিত হবেন। এলাকাবাসী মনে করে,
🔥 দমন–নিপীড়নের অন্ধকারে যিনি রাজপথ ছাড়েননি,
🔥 আন্দোলন-সংগ্রামের প্রতিটি ফ্রন্টে যিনি ছিলেন অগ্রণী,
🔥 নেতা-কর্মীদের বুকের ভরসা ও ত্যাগের প্রতীক —
তিনি হলেন নবী। তাই তাকে তারা গুরুত্বপূর্ণ পদে দেখতে চাই।
👉 আজকের লড়াই, গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে
একজন সাহসী নেতৃত্বের বিকল্প নেই।
আর সেই নেতৃত্বের যোগ্য দাবিদার হলেন —
নবী।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page