স্টাফ রিপোর্টার :
বরগুনা জেলার বামনা উপজেলার সফিপুর মৌজায় রেকর্ডিও সম্পত্তিতে দোকানঘর ভাঙচুর, লুট ও দোকান ঘর উচ্ছেদ করেছে একদল ভূমিদস্যু। রাতের আঁধারে স্থানীয় ভাবে প্রভাব খাটিয়ে ভূমিদস্যুরা এ ঘটনা ঘটিয়েছে।
বরগুনা জেলার বামনা উপজেলার সফিপুর গ্রামের ১০ নং মৌজা, খতিয়ান নং ৬৪২ দাগ নং ১৪৩২/১৬১৫ জমির পরিমাণ ৩০ শতাংশ।
রেকর্ডীয় সূত্রে জমির মালিক মৃত:রহম আলী , রহম আলীর মৃত্যুতে ওয়ারিশ সুত্রে জমির মালিকগন ১.আঃ কুদ্দুস ( পুত্র) ২.মোঃ লাল মিয়া (পুত্র) ৩.মোঃ সুলতান (পুত্র) ৪.আঃখালেক( পুত্র) ৫. সূর্যবান বিবি( কন্যা) ৬.শাহাবানু বিবি (কন্যা) ৭.মরিয়ম বেগম ( কন্যা) রাতের আঁধারে জমির উপর নির্মাণ করা ঘর ভেঙে জমি দখলের অভিযোগ উঠেছে ১। মো;সুমন হাওলাদার। পিতা:হেমায়েত হাং
২।মো:নজরুল ইসলাম খান
পিতা:গোলাম মোস্তফা খান
৩।মো:সালাহউদ্দিন
পিতা:সত্তার শরীফ
৪।রহমান মাতুব্বর
পিতা:আ:কাদের
৫।ইউনুছ খান
পিতা :নজরুল খান
৬।ফিরোজা বেগম
৭।সোনিয়া বেগম
৮।আসমা বেগম।
ও অজ্ঞাত ২০-২৫ জনের বিরুদ্ধে। স্থানীয় কিছু লোকজন তাদের ভয়ে মুখ খুলতে রাজি না এবং কিছু লোকজন তাদের নাম প্রকাশ না করার শর্তে জানায় রেকর্ডিও সূত্রে এই জমির মালিক মৃতঃ রহম আলী এবং তার মৃত্যুতে মালিক তার ওয়ারিশ গন। কিন্তু ফিরোজা বেগম প্রভাব শালী হওয়ায় এবং তার আত্মীয় স্বজন ঊর্ধ্বতন হওয়ায় প্রকৃত মালিকদের ভয় ভীতি এবং জীবন নাশের হুমকি সহ নানা মিথ্যা মামলায় তাদেরকে জরিয়ে দিবে এই হুমকি দিয়ে জমি দখল করে রেখেছে বলে অভিযোগ উঠেছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page