সোলায়মান-স্টাফ রিপোটার :
বাংলাদেশ গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ শতাধিক নেতাকর্মীর উপর হামলার প্রতিবাদে ৩ দফা দাবিতে টাঙ্গাইলের নাগরপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৬ সেপ্টেম্বর ২০২৫) সকালে নাগরপুর উপজেলা গণ অধিকার পরিষদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিটি উপজেলা গেট থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গণ অধিকার পরিষদের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে সমাবেশে সভাপতিত্ব করেন নাগরপুর উপজেলা গণ অধিকার পরিষদের সাবেক আহ্বায়ক মো. আল আমিন ও মো. রবিউল ইসলামের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন উপজেলা গণ অধিকার পরিষদের সংগঠক মো. নাইম খান, সাবেক যুগ্ম সদস্য সচিব মো. মামুন মিয়া, উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি মো. সিপন রানা, ছাত্র অধিকার পরিষদের মো. তাসরিফ হোসেন এবং উপজেলা শ্রমিক অধিকার পরিষদের সাবেক সভাপতি ফারুক মোল্লা প্রমুখ।
সমাবেশে বক্তারা ৩ দফা দাবি উপস্থাপন করেন, ১)গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের উপর হামলার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা। ২) স্বৈরাচারী আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের বিচার করে তাদের নিবন্ধন বাতিল এবং রাজনীতি নিষিদ্ধ করা। ৩) ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ।
বক্তারা বলেন, “গণতন্ত্রকামী মানুষের কণ্ঠ রুদ্ধ করতে হামলা-নির্যাতন চালানো হলেও জনগণের আন্দোলন দমানো যাবে না।”
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page