শহিদ সরকার :
গাজীপুর মহানগরীর জয়দেবপুরে গাজীপুর কমপ্লেক্স মার্কেটে এক নারীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। শুক্রবার ৫ সেপ্টেম্বর বিকল সারে চারটার সময় এঘটনা ঘটে।
এবিষয়ে ভুক্তভোগী ঐ নারী বাদি হয়ে গাজীপুর সদর মেট্রো থানায় ৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। ভুক্তভোগী নারী এজাহারে উল্লেখ করেন, আমি আমার ভাবি তাসলিমা সহ জয়দেবপুর পৌর মার্কেটে শপিং করতে আসি। পৌর মার্কেটের কাছে এবং পরে গাজীপুর শপিং সেন্টার এর ১ম তলায় শপিং করাকালীন সময়ে আমার ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হলে। আমি ওয়াস রুমের দিকে রওয়ানা হলে পথিমধ্যে এক ব্যাক্তি তার বাম হাত দিয়ে মুখ চেপে ধরে টানাহেঁচড়া করে ওয়াশরুমের পাশে একটি রুমে নিয়ে গিয়ে জোরাজোরি করে এসময় আমার বোরকার হাতা ছিড়ে ফেলে এবং আমাকে ধর্ষণের চেষ্টা করে।
এসময় নারীর ডাক চিৎকারে ওয়াহিদ (৫৫), মোশাররফ (৫০), আলম (৩৫) এসে পুরো ঘটনা শুনে লম্পট কালামকে বাঁচানোর জন্য উল্টা নারীকে উক্ত রুমে আটক করিয়া রাখে এবং বলে যে মার্কেটের বদনাম করা যাবে না, কাউকে ঘটনার বিষয়ে জানাইলে পরিণতি খারাপ হবে বলিয়া ভয়-ভীতি ও হুমকি প্রদান করিতে থাকে। আ
টক অবস্থায় দীর্ঘসময় অতিবাহিত হইলে ঐ নারীর ভাবি তাসলিমা খুঁজতে ওয়াশরুমের দিকে আসে। ডাক-চিৎকার শুনে তাছলিমা বুঝতে পারে ওয়াশরুমের পাশে থাকা রুমে ঐ নারীকে আটক রাখা হয়েছে।
তাৎক্ষনিক তাসলিমা মার্কেটে থাকা লোকজনকে ডেকে এনে ঐ নারীকে আটক অবস্থা হতে উদ্ধার করে। পরবর্তীতে মার্কেটের ভিতরে থাকা আরো লোকজন ছুটে এসে ঘটনার বিষয়ে জানতে চাইলে তাদেরকে ঘটনার বিষয়ে বিস্তারিত জানালে। উপস্থিত লোকজনের সহায়তায় কালামকে আটক করা হয়। এ
সময় ওয়াহিদ, মোশাররফ, মার্কেট মালিক পরিচয়দানকারী এবং আলম নিজেকে দোকানদার পরিচয় দিয়ে লম্পট কালামকে নিয়ে কৌশলে পালিয়ে যায়।
এবিষয়ে গাজীপুর সদর থানার অফিসার্স ইনচার্জ মো. মেহেদী জানান, এখনো আাসামিদের কাউকে গ্রেফতার করতে পারেনি আসামিদের গ্রেফতারের অভিযান চলছে বলে জানান।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page