কবির হোসেন রাকিব-লক্ষীপুর :
লক্ষ্মীপুরের রামগতিতে গ্রামীণ একটি সড়ক পাকা না হওয়ায় দুর্ভোগে পড়েছে প্রায় দশ হাজার মানুষ। সড়কটি উপজেলার চর রমিজ ইউনিয়নের চরমেহার গ্রামের ৪নং ওয়ার্ড নুরানি পাড়া শহীদিয়া মসজিদ সড়ক।
এলাকাবাসীসূত্রে জানা যায়, ১৯৯৩ সালে এলাকাবাসীর প্রয়োজনে নিজস্ব উদ্যোগে এ সড়কটি তৈরি করা হয়। এরপর ইউনিয়ন পরিষদ কতৃর্ক একাধিক প্রকল্প গ্রহনের মাধ্যমে সড়কটি সংষ্কার করা হয়। যথাযথ সংষ্কার বা ইটের সলিং কিংবা পাকা না হওয়ায় দুর্ভোগে পড়তে হচ্ছে এ গ্রামের প্রায় দশহাজার মানুষকে। শুকনো মৌসুমে খাদা-খন্দে ভরা থাকলেও বর্ষায় কাদা মাটিতে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে প্রায় দেড় কিলোমিটারের রাস্তাটি। এ সড়কের আশপাশে রয়েছে ১টি মসজিদ, ২টি মক্তব, ১টি নুরানি মাদরাসা ও একটি কলোনী। এছাড়া বিভিন্ন স্কুল-কলেজ ও মাদরাসায় যাতায়াত করছে অসংখ্য শিক্ষার্থী।
মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রবল বৃষ্টিপাতে সৃষ্ট কাদার জন্য গাড়ি চলাচলও বন্ধ রয়েছে। ইতিমধ্যে সড়কটি সংষ্কার করে ইট বসানোর দাবিতে উপজেলা নির্বাহি কর্মকর্তার অফিসে লিখিত আবেদন করেছেন ভুক্তভোগীরা।
ঐ এলাকার বাসিন্দা প্রভাষক আশরাফ আলী, সিএনজি চালক সোহরাব উদ্দিন, মোছলেহ উদ্দিনসহ বেশ কয়েকজন জানান, সড়কটি দীর্ঘদিন ধরে সংষ্কার বা পাকা না হওয়ায় গ্রামবাসীর খুবই কষ্ট হয়। বিশেষ করে শিক্ষার্থী ও অসুস্থ রোগিরা গাড়ী না পাওয়ায় মারাত্মক সমস্যায় পড়ছেন। সড়কটি পাকা না করা হলেও অন্তত ইটের সলিং করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছেন ভুক্তভোগিরা।
স্থানীয় ইউপি সদস্য নেছার আহমেদ জানান, মাস দুয়েক আগে রাস্তাটি সংষ্কার করা হয়েছিল। সড়কটির কিছু অংশে ইট বসাতে চাইলে উপজেলা এলজিইডি কার্যালয় থেকে পরিদর্শন করে পুরো সড়ক সংষ্কার করার কথা বলেন। সে মোতাবেক কাজ করা হয়েছে। দুর্ভোগ সম্পর্কে তিনি বলেন, রাস্তার দুপাশে প্রচুর গাছ। তাই প্রচন্ড কাদা হয়ে গেছে। সামনের মৌসুমে সলিং করার চেষ্টা করা হবে।
এ বিষয়ে জানার জন্য ইউপি চেয়ারম্যান মোজাহিদুল ইসলাম দিদার এর মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও তাকে পাওয়া যায়নি।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page