মোঃ সাগর হোসেন-দৌলতপুর :
কুষ্টিয়া দৌলতপুর উপজেলার ফিরোজ আল মামুন কে আজ ৪ সেপ্টেম্বর সন্ধ্যায় বড়গাংদিয়া কলেজ মোড় এলাকা থেকে আটক করে দৌলতপুর থানা পুলিশ।
তিনি বড়গাংদিয়া নাসির উদ্দীন বিশ্বাস মহাবিদ্যালয় সাববেক প্রিন্সিপাল এবং সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান পুলিশ সূত্রে জানা গেছে, ফিরোজ আল মামুনের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। এসব অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বিস্তারিত জানাতে পারেনি পুলিশ।
দৌলতপুর থানার কর্তব্যরত কর্মকর্তা জানিয়েছেন, আটককৃত ফিরোজ আল মামুনকে থানায় নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page