নীলফামারী প্রতিনিধি :
আগামি জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের সাংগঠনিক তৎপরতা বৃদ্ধিসহ ধানেরশীষের পক্ষে একসাথে কাজ করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার অভিপ্রায়ে সৈয়দপুরে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) শহরের ইকু হেরিটেজ এন্ড রিসোর্টের মিলনায়তনে দিনব্যাপী ওই অনুষ্ঠানের আয়োজন করে সৈয়দপুর রাজনৈতিক জেলা স্বেচ্ছাসেবক দল।
এতে প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফরহাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন যথাক্রমে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক এস এম মামুন হাশেমী দীপু ও কেন্দ্রীয় সদস্য আমান উল্লাহ আমান।
জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শফিকুল ইসলাম বাবু'র সঞ্চালনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারন সম্পাদক শাহীন আকতার শাহীন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রামাণিক, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক জাহিদ ইকবাল আরমান, যুগ্ম আহবায়ক মোশাররফ হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক এ্যাড. জয়নুল আবেদীন, স্বেচ্ছাসেবক দল নেতা মাহমুদ খান, আরজু আনসারী, এ্যাড. এম এ মাহি, তহিদুল ইসলাম উপজেলা, আহমেদ আলী হৃদয়, মামুনুর রশীদ সবুজ, বাবুল হোসেন নানক, এ্যাড. জাহিদ হাসান, উজ্জল সরদার, মো. ইব্রাহিম, শ্রী রবীন্দ্রনাথ রবিন প্রমুখ।
কর্মীসভায় বক্তারা বলেন, আগামির সুন্দর বাংলাদেশ বিনির্মাণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ৩১ দফা দিয়েছেন, তা জনগনের মাঝে পৌছে দিতে হবে। তারা বলেন, আগামি জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে একটি অদৃশ্য শক্তি নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।
তাদের সে সব ষড়যন্ত্র মোকাবেলা করতে বিএনপির নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলের প্রতিটি নেতাকর্মীকে রাজপথে থাকতে হবে। বক্তারা বলেন, আমাদের লড়াই এখনও শেষ হয়নি।
জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গনতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত অদৃশ্য শক্তি সহ সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যেতে হবে। একই সাথে দেশের জনগনের শান্তি,উন্নয়ন ও অগ্রগতির মার্কা ধানেরশীষের পক্ষে কথা বলতে জনগনের দ্বারে দ্বারে যেতে হবে। তারা বলেন, আপনারা যেভাবে আজকের কর্মীসভা সফল করেছেন, ঠিক সেভাবে আগামি নির্বাচনে ধানেরশীষের বিজয় নিশ্চিতে একসাথে কাজ করতে হবে।
বক্তারা বলেন, বড় দলে নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে, এটাই স্বাভাবিক। আগামিতে উপজেলা ও পৌর কমিটিতে যারাই আসবে, তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দলের জন্য কাজ করার আহবান জানান তারা।
এ রিপোর্ট লেখা পর্যন্ত কর্মীসভা চলছিল।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page