মনিরুজ্জামান মনির :
মৌলভীবাজার জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন বলেছেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের সক্রিয় ও নিরপেক্ষ ভূমিকার মাধ্যমেই গ্রাম আদালতকে আরও কার্যকর ও জনবান্ধব করা সম্ভব। তিনি emphasize করেন যে, গ্রাম আদালতের মাধ্যমে দ্রুত ও সাশ্রয়ী বিচার নিশ্চিত হলে সাধারণ মানুষ উচ্চ আদালতমুখী হবে না, যা মামলার ব্যাকলগ কমাতে ভূমিকা রাখবে। এছাড়া, তিনি সীমান্তবর্তী এলাকায় মাদক চোরাচালান ও মানবপাচার রোধে চেয়ারম্যানদের আরও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।
বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে "গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা ও করণীয়" শীর্ষক এক সভায় তিনি এসব কথা বলেন। স্থানীয় সরকার বিভাগ ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় গ্রাম আদালতের অগ্রগতি, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
জেলা প্রশাসক further যোগ করেন, "গ্রাম আদালত সম্পর্কে মানুষের আস্থা বাড়াতে ব্যাপক প্রচার-প্রচারণা জরুরি। পাশাপাশি, শিশু-কিশোরদের মাদকের থাবা থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ তৈরি করে নিয়মিত টুর্নামেন্টের আয়োজন করতে হবে।"
সভায় স্থানীয় সরকার উপপরিচালক (ভারপ্রাপ্ত) মোসা. শাহীনা আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ প্রশাসন) আসিফ মহিউদ্দীন পিপিএম। বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের জেলা ডিস্ট্রিক্ট ম্যানেজার শওকত হাসান একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে বর্তমান কার্যক্রমের বিস্তারিত চিত্র তুলে ধরেন।
উল্লেখ্য, সভায় জেলার সকল ইউনিয়নের চেয়ারম্যান, সদস্য, স্থানীয় সাংবাদিক ও প্রকল্পের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনায় গ্রাম আদালতের সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং এটি আরও স্বচ্ছ ও উচ্চ দক্ষতা পরিচালনার জন্য প্রয়োজনীয় সুপারিশ তুলে ধরা হয়।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page