পরাশর মুখার্জি রিপন-আশাশুনি প্রতিনিধি :
আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের বেউলা শ্রীশ্রী শ্যামাকালী মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। সোমবার (১ সেপ্টেম্বর) গভীর রাতে সংঘবদ্ধ চোরেরা মন্দিরে ঢুকে পূজা সামগ্রী, সোলার ব্যাটারি এবং সিসি ক্যামেরার সরঞ্জাম চুরি করে নিয়ে যায়।
স্থানীয়রা জানান, প্রতিদিন ভোরে মন্দিরে ভক্তরা পূজা অর্চনা করতে আসেন। মঙ্গলবার ভোরে তারা মন্দিরে গিয়ে দেখেন পূজা সামগ্রী ও বিভিন্ন সরঞ্জাম উধাও। পরে দেখা যায় সিসি ক্যামেরার যন্ত্রাংশও চুরি হয়েছে।
মন্দির কমিটির সাধারন সম্পাদক পিন্টু কুমার দাশ জানান, "মন্দিরটি বহু বছর ধরে হিন্দু সম্প্রদায়ের আস্থার জায়গা হিসাবে দখল করে আছে। এখানে প্রতিদিন অসংখ্য মানুষ পূজা দিতে আসে। চুরির ঘটনায় শুধু আমাদের আর্থিক ক্ষতি হয়নি, ধর্মীয় অনুভূতিও মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে।”
ইউপি সদস্য শীষ মোহাম্মদ জেরী জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। গ্রীলের ও ঘরের তালা মিনি গ্যাস সিলেন্ডার ব্যবহার খুলে চোরেরা ভিতরে ঢুকে চুরি করেছে।আগেও মন্দিরটিতে চুরির ঘটনা ঘটেছে।
এলাকাবাসী মন্দির কমিটির পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা ও আইন শৃংখলা বাহিনীর নিয়মিত টহল চালু রাখতে দাবী জানিয়েছেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page