নীলফামারী প্রতিনিধি :
থার্ড জেন্ডার বা তৃতীয় লিঙ্গের (হিজড়া) ২ জন মানুষ যারা পরিশ্রম করে আত্মমর্যাদা নিয়ে জীবন যাপন করতে চায় এবং আত্মকর্মসংস্থান তৈরি করে ভাগ্য বদলে ফেলার স্বপ্ন দেখে~তাদের এই স্বপ্নপূরণের সংগ্রামের সারথি হতে জেলা পরিষদ, নীলফামারী এগিয়ে এসেছে।
আজ বুধবার (৩ সেপ্টেম্বর/২৫) জেলা পরিষদ চত্বরে এই দু'জন উপকারভোগীদের হাতে গাই-বাছুর ও ছাগল হস্তান্তর করা হয়। প্রত্যেকের জন্য একটি গাই বাছুর ও ৩টি ছাগল হস্তান্তর করা হয়।
গরু ও ছাগল হস্তান্তরকালে জেলা পরিষদ, নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন,
'আমরা চাই, তৃতীয় লিঙ্গের মানুষেরা যেন আমাদের এই সমাজে অন্য আরো আট-দশটা স্বাভাবিক মানুষের মতন বসবাস করেন, স্বাভাবিক জীবন-যাপন করেনএবং আত্মকর্মসংস্থান সৃষ্টি করে সমাজের মূল স্রোতের সাথে মিশে যেতে পারেন এজন্যই উদ্যোগ নেওয়া হয়েছে।'
জেলা পরিষদ, নীলফামারীর প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) দীপঙ্কর রায় উপস্থিত সকলের উদ্দেশে বলেন যে, একটি সুন্দর সমাজ বিনির্মানে জেলা পরিষদ, নীলফামারী কর্তৃক এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে, সকলকে নিয়ে এগিয়ে যাওয়ায় হচ্ছে উন্নয়ন।
উপকারভোগীদের মাঝে উপহার বিতরণ কালে জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জনাব মো: আবু বক্কর সিদ্দিক ও প্রেস ক্লাবের সেক্রেটারি নূরে আলমসহ আরো অনেক মান্যগণ্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page