মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা :
জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচারের ফেসবুক পেজে “আলমের ক্ষমতায় কোণঠাসা ভুক্তভোগী পরিবার” শিরোনামে সংবাদ প্রকাশের জেরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক লাইভে ভরতখালী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আলম খান সাংবাদিক সহ ভুক্তভোগী পরিবারের বিরুদ্ধে আদালতে মিথ্যে মামলা দায়ের করার হুমকি দিয়েছেন মঙ্গলবার রাতে। এ নিয়ে চলছে রীতিমতো আলোচনা সমালোচনা।
গাইবান্ধার সাঘাটায় ভরতখালী ইউনিয়ন পরিষদের ভাঙ্গামোড় ওয়ার্ডের প্রভাবশালী ইউপি সদস্য আলম খানের দাপট যেন কমছেই না। বিভিন্ন তথ্য প্রমানের ভিত্তিতে প্রকাশিত সংবাদ প্রকাশের জের ধরে এক সাংবাদিকের ফেসবুক লাইভে এসে বাংলাদেশ সমাচারের গাইবান্ধা প্রতিনিধি ও জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদকের বিরুদ্ধে প্রশাসনের একটি মহলের মদদে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি। এছাড়াও ওই লাইভে যুক্ত হয়ে তিনি, সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনেন। এ বিষয়ে সচেতন সাংবাদিক সমাজ নিন্দা প্রকাশ করেছে।
প্রসঙ্গত, ইউপি সদস্য আলম খান পূর্বে জাতীয় পার্টির নেতা হলেও সুবিধা নিতে মুদ্রার আরেক পিঠ আ.লীগের প্রয়াত ডেপুটি স্পীকার ফজলে রাব্বি কন্যা ফারজানা রাব্বি বুবলি’র একান্ত যোদ্ধা ছিলেন ৫ ই আগস্ট ঘটার আগ পর্যন্ত। তবে দেশের প্রেক্ষাপট বদলার সাথে খোলস বদলাতে তিনি ভুল করেননি। এখন নিজেকে তিনি জাতীয় পার্টির নেতা পরিচয় দিয়ে সেফ জোনে থাকার চেষ্টা করছেন ।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page