সৌভিক পোদ্দার-ঝিনাইদহ :
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে মদ-ভায়াগ্রা ও চর্ম রোগের ওষুধ জব্দ করেছে বিজিবি।
গত ২৪ ঘণ্টায় উপজেলার মাধবখালী, মেদিনীপুর, কুমিল্লাপাড়া এবং বাঘাডাঙ্গা সীমান্তে অভিযান পরিচালনা করে এসব বিক্রি নিষিদ্ধ মাদক ও ওষুধ জব্দ করে তারা।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, আজ ভোর সাতটার দিকে কুমিল্লাপাড়া সীমান্ত পিলার-৬০/৭৪-আর হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চর্মরোগের ক্রিম রুলিফাষ্ট (Rulifast-30 mg) ২৭ পিস উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য এক লাখ ৩৫ হাজার টাকা।
অন্যদিকে, দুপুর ৩টার দিকে বাঘাডাংগা সীমান্ত পিলার-৬০/৪৩-আর হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় ডায়াবেটিস নিয়ন্ত্রণ ইনজেকশন ফিটারো (Fitaro-2.4) ৩০ পিস এবং চর্মরোগের ক্রিম রুলিফাষ্ট Rulifast (15 mg) ১ পিস উদ্ধার করা হয়। উদ্ধার করা ওষুধের আনুমানিক সিজার মূল্য ৫০ হাজার টাকা।
এছাড়া সোমবার মাধবখালী সীমান্ত পিলার ৭১/৭-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ৪৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। একই দিনে, মেদিনীপুর সীমান্ত পিলার ৬৩/৬-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ২৯২ পিস ভারতীয় ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, এসময় কোনো আসামি আটক করা যায়নি। উদ্ধার করা অবৈধ মাদক ও ওষুধের চালানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page