সাইমন :
সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের একসময়ের প্রভাবশালী নেতা আব্দুল লতিফ সিদ্দিকীর বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার গভীর রাতে টাঙ্গাইল সদর উপজেলার এলেঙ্গা পৌরসভার নিজ বাড়িতে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই বাড়ির একটি অংশ থেকে ধোঁয়া ও আগুনের শিখা বের হতে দেখা যায়। স্থানীয়রা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে এগিয়ে আসেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন আংশিক নিয়ন্ত্রণে আসে।
এ ঘটনায় বাড়ির আসবাবপত্রসহ কয়েকটি কক্ষ পুড়ে যায়। তবে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page