মোঃ সাগর হোসেন :
সর্প দংশনে ফারিয়া আক্তার (৮) নামের তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু ঘটেছে। বুধবার দিবাগত রাতে ঘুমন্ত অবস্থায় তাকে সাপে দংশন করে। ফারিয়া আকতার মেহেরপুরের গাংনী উপজেলার অলিনগর গ্রামের বাবুল আক্তারের মেয়ে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে , ফারিয়া আক্তার প্রতিদিনের ন্যায় রাতে তার দাদীর সাথে ঘরের মেঝেতে ঘুমিয়ে ছিল। রাত দেড়টার দিকে হঠাৎ সাপে কামড় দিলে বিষক্রিয়ায় ফারিয়া কান্না শুরু করে।
সেসময় তার শ্বাসকষ্ট ও মুখ দিয়ে লালা বের হয়েছিল। পরিবারের সদস্যরা ফারিয়ার পায়ে সাপে কাটার চিহ্ন দেখতে পেয়ে তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page