রাজিব হোসেন-শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি :
শরণখোলা রেঞ্জের কচিখালী ডিমের চর এলাকা থেকে মালা ফাঁদসহ দুই হরিণ শিকারিকে আটক করেছে বনবিভাগের স্মার্ট টিম।
বনবিভাগ সূত্রে জানা যায়, বুধবার (২৭ আগস্ট) সকালে নিয়মিত টহলের সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় তাদের আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে হরিণ শিকারের জন্য ব্যবহৃত মালা ফাঁদ জব্দ করা হয়।
পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী বলেন, সুন্দরবন বিশ্ব ঐতিহ্যের অংশ। শিকারি ও বনদস্যুদের বিরুদ্ধে নিয়মিত টহল জোরদার করা হয়েছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page