সৈয়দ রুবেল-নড়াইল :
নড়াইলের নড়াগাতী থানার যোগানিয়া গ্রামের অষ্টম শ্রেণির স্কুলছাত্র আল-মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) দুপুরে যোগানিয়া বাজার এলাকায় ছাত্রসমাজ ও এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন হয়।
এ সময় বক্তব্য রাখেন স্কুলশিক্ষক শামীম আহমেদ ভূঁইয়া, খায়রুল ইসলাম, আমানত ইসলাম পারভেজ, নিহতের বাবা হাবিবুর রহমান মোল্যা, বোন মুসলিমা, ভাবি কারিমা ইসলাম, জাকিয়া সুলতানা, সহপাঠী তামিম ইকবাল, আব্দুল আজিম, মিনহাজুল ইসলামসহ অনেকে।
বক্তারা বলেন, গত ২২ জুলাই যোগানিয়া ডি.এন মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র আল-মামুন যোগানিয়া বাজারে সেলুনে গেলে শিমুল নন্দীসহ আসামিরা ধারালো অস্ত্র দিয়ে তার গলায় আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে গোপালগঞ্জ সদর হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ৮ আগস্ট তার মৃত্যু হয়।
এ ঘটনায় ১১ আগস্ট নিহতের বাবা হাবিবুর রহমান বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখসহ নড়াগাতী থানায় হত্যা মামলা দায়ের করেন। এজাহারে বলা হয়, পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে মামুনকে হত্যা করা হয়েছে।
মানববন্ধনে বক্তারা মামলার ১ নম্বর আসামি শিমুল নন্দীসহ সব আসামিকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ বিষয়ে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, “হত্যাকাণ্ডের ঘটনায় এজাহারনামীয় আসামি গৌতম নন্দীকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।”
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page