রায়হান শেখ-মোল্লাহাট :
বাগেরহাটের মোল্লাহাটে প্রকাশ্যে দিনের বেলায় অভিনব কায়দায় এক স্কুল শিক্ষিকার বেতন ও ভাতার টাকা চুরির অভিযোগ উঠেছে। সোমবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার রূপালী ব্যাংক লিমিটেড মোল্লাহাট শাখার সিঁড়িতে এ ঘটনা ঘটে। প্রকাশ্য দিবালোকে এমন ঘটনা ঘটায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী সরকারি ওয়াজেদ মেমোরিয়াল মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রাজিয়া খাতুন জানান, তিনি ব্যাংক থেকে বেতন ও ভাতার মোট ৫৫ হাজার টাকা উত্তোলন করেন। ব্যাংকের সিঁড়ি দিয়ে নামার সময় পূর্ব পরিকল্পিতভাবে অবস্থান নেয়া বোরখা পরিহিত কয়েকজন নারী তাকে ঘিরে ধরে। এ সময় কোনো ধরনের অজ্ঞান করার ওষুধ প্রয়োগ করে তাকে দুর্বল করে ব্যাগ থেকে টাকাগুলো নিয়ে দ্রুত পালিয়ে যায় তারা।
তিনি অভিযোগ করে বলেন, “ঘটনার পরপরই আমি ব্যাংক ম্যানেজারের কাছে সাহায্য চাইলে তিনি স্থানীয় আত্মীয়-স্বজনের সহায়তা নিতে বলেন। পরে সহকর্মী কয়েকজন শিক্ষক এলে ম্যানেজার সিসিটিভি ফুটেজ দেখিয়ে দাবি করেন, টাকা উত্তোলনের পর আমি ব্যাংক থেকে বের হয়ে গিয়েছিলাম। তাই বাইরের ঘটনার জন্য ব্যাংক দায়ী নয়।”
একাধিক সূত্র মতে, বোরখা পরিহিত চোর চক্র ব্যাংকের ভেতর থেকেই ভুক্তভোগীকে লক্ষ্য করেছিল এবং বের হওয়ার সঙ্গে সঙ্গেই পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটায়।
ওই ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
এ ঘটনায় শিক্ষক সমাজ ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা অভিযোগ করেছেন, ব্যাংক থেকে টাকা উত্তোলনের সময় নিরাপত্তার ঘাটতির কারণেই এ ধরনের ঘটনা ঘটছে এবং তাৎক্ষণিকভাবে জানার পরও দায়িত্বে অবহেলার কারণে চোর চক্রের পালানো সহজ হয়েছে।
এ বিষয়ে শাখা ব্যবস্থাপক মো. হাবিবুর বসার সুমন বলেন, “শিক্ষিকা টাকা তুলে বের হওয়ার প্রায় ১৫ মিনিট পর ফিরে এসে টাকা চুরির অভিযোগ করেন। আমরা তাকে স্থানীয়দের সহযোগিতা নেয়ার পরামর্শ দিয়েছি।” তবে কেন তিনি ব্যাংক থেকে প্রশাসনিক সহযোগিতা নেয়ার পরিবর্তে স্থানীয়দের সহযোগিতা নিতে বললেন—এমন প্রশ্নের সদুত্তর দিতে পারেননি তিনি।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page