নীলফামারী প্রতিনিধি :
নীলফামারীর সৈয়দপুরে পুলিশ অভিযান চালিয়ে একটি হত্যা মামলার আজীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে। আজ শনিবার (২৩ আগস্ট) রাত ১১ টায় শহরের উপকন্ঠ ঢেলাপীর বাজার থেকে মো.শহীদ মোস্তফা ওরফে ভগতকে (৪৮) নামে ওই আসামিকে গ্রেফতার করা হয়। সে সৈয়দপুর উপজেলার পূর্ব বোতলাগাড়ি ওয়াপদা নতুনহাট এলাকার মজিবর রহমানের পুত্র। থানা পুলিশ আইনী প্রক্রিয়া শেষে গতকাল রোববার (২৪ আগস্ট) দুপুরে আসামিকে নীলফামারী আদালতে প্রেরণ করলে আদালতের বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ জানায়, ২০১১ সালে আসামি শহীদ মোস্তফা ওরফে ভগতের বিরুদ্ধে ঢাকায় একটি হত্যা মামলা হয়। ওই মামলার দীর্ঘ শুনানি শেষে দ্রুত বিচার ট্রাইবুন্যালের বিশেষ আদালতের বিচারক গেল জুন মাসে আসামির অনুপস্থিতিতে রায় ঘোষণা করেন। ওই রায়ে তাকে আজীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়। রায়ের পর তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারী করেন আদালত। এতে আসামি শহীদ মোস্তফাকে গ্রেফতার করে আদালতে প্রেরণের নির্দেশ দেওয়া হয় পুলিশকে।
গেল জুলাই মাসের প্রথমার্ধে ওই গ্রেফতারি পরোয়ানা সৈয়দপুর থানায় আসে। পরোয়ানা পেয়ে আদালতের নির্দেশ কার্যকর করতে পুলিশ ওই আসামিকে ধরতে সম্ভাব্য সকল স্থানে অভিযান চালায়। কিন্তু সে বিভিন্ন সময় এলাকা বদল করায় তাকে ধরতে বিলম্ব হয়। এ অবস্থায় ওই আসামিকে গ্রেফতারে সোর্স নিয়োগ করে পুলিশ। পরে সোর্সের দেওয়া তথ্যে শনিবার (২৩ আগস্ট) রাতে আসামি শহীদ মোস্তফা ওরফে ভগতের অবস্থান নিশ্চিতের পর সৈয়দপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. আব্দুল ওয়াদুদ এর নেতৃত্বে উপ পরিদর্শক আকতারুল করিম, শাহিনুর রহমান ও মো. জাকারিয়া, সহকারী উপ পরিদর্শক আবু তালেব এবং সাইফুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স ঢেলাপীর বাজার এলাকায় অভিযান চালায়। এসময় অভিযানের বিষয়টি টের পেয়ে ওই বাজারের একটি দোকানের কোনায় লুকিয়ে থাকে আজীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ভগত। পরে সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে বোরবার বিকেলে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল ওয়াদুদের অফিসিয়াল মুঠোফোনে কল দেওয়া হলে তিনি ফোন রিসিভ না করায় কোন মন্তব্য জানা যায়নি।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page