বদিউজ্জামান-জলঢাকা, নিলফামারী :
জলঢাকা উপজেলার খাদ্য বান্ধব ডিলার নিয়োগের লটারি অনুষ্ঠিত হয় গত ২০ আগস্ট ২০২৫ তারিখে। উক্ত লটারিতে খারিজা গোলনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ১৫ নম্বর পয়েন্টে ডিলার হিসেবে মনোনীত হন আব্দুর রাজ্জাক।
লটারি সম্পন্ন হওয়ার পর স্থানীয়দের নজরে আসে, ডিলার নিয়োগপ্রাপ্ত আব্দুর রাজ্জাক রাতারাতি একটি গোডাউন নির্মাণ করেছেন। বিষয়টি নিয়ে সংশয় প্রকাশ করেছেন অনেকে। তাদের দাবি, লটারির আগে গোডাউনের কোনো অস্তিত্ব ছিল না, অথচ নিয়ম অনুযায়ী লটারি অংশগ্রহণের আগে নিজস্ব বা ইজারাকৃত গোডাউন থাকার কথা।
এ নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। তারা অভিযোগ করেছেন, পূর্ব পরিকল্পিতভাবে লটারি প্রক্রিয়ায় অংশ নেওয়া হয়েছে কিনা তা খতিয়ে দেখা দরকার। এ বিষয়ে জলঢাকা উপজেলার খাদ্য পরিদর্শক এম এ গোলাম মোস্তফার কাছে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
বিষয়টি নিয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page