সুমন খান :
রাজধানী মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ রোমান" এর নেতৃত্বে রাতের সাঁড়াশি অভিযানে! একাধিক মামলার আসামি অবশেষে পুলিশের জাল! কুখ্যাত চাঁদাবাজ লিটন ওরফে ‘চা লিটন’ (৩৫)–কে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।
গত বুধবার (২১ আগস্ট ২০২৫) রাত ১০টা ৩০ মিনিটে সময় , মিরপুর থানাধীন সনির মোড় এলাকা থেকে এএসআই সানোয়ার ও এএসআই কামাল সঙ্গীয় ফোর্সের সহায়তায় এ অভিযান পরিচালনা করেন।
মিরপুর মডেল থানা অফিসার ইনচার্জ সাজ্জাদ রোমান জানান, গ্রেপ্তারকৃত লিটনের বিরুদ্ধে পূর্বে দায়ের হওয়া একাধিক চাঁদাবাজি মামলা রয়েছে। এছাড়া তার নামে জারি হওয়া মুলতবি ওয়ারেন্ট কার্যকর করতেই এই অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মিরপুর-১ কেন্দ্রিক এলাকায় ব্যবসায়ী ও সাধারণ পথচারীদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগে ‘চা লিটন’ আতঙ্ক ছড়িয়ে রেখেছিল। এলাকাবাসী স্বস্তি প্রকাশ করে জানিয়েছেন—এ গ্রেপ্তার তাদের জন্য অপরাধমুক্ত পরিবেশের আশার বার্তা।
পুলিশ বলছে, তাকে আদালতে সোপর্দ করে রিমান্ডে নিয়ে অপরাধী চক্রের অন্যান্য সদস্যদের নাম-পরিচয় উদঘাটনের চেষ্টা চলবে। এছাড়া পুরনো মামলাগুলোর তদন্তও গতি পাবে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page