সুমন খান :
রাজধানীর মিরপুরে চাঞ্চল্যকর একটি চুরির ঘটনায় দ্রুত পদক্ষেপ নিয়েছে মিরপুর মডেল থানা পুলিশ। গত ১৭ আগস্ট মিরপুর ১০ নম্বর গোলচক্করে চীনা নাগরিকের ব্যাগ থেকে টাকা চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় চীনা নাগরিকের বন্ধু বাদী হয়ে মিরপুর মডেল থানায় একটি লিখিত এজাহার দায়ের করলে পুলিশ মামলা রুজু করেন।
মামলা দায়েরের পরপরই মিরপুর মডেল থানার সাহসী অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাজ্জাদ রোমান, নেতৃত্বে মিরপুর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করে। সিসিটিভির মাধ্যমে চুরির সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত করা সম্ভব হয়।
পরবর্তীতে পুলিশের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে রূপনগর থানাধীন চলন্তিকা বস্তি এলাকা থেকে, সরাসরি ঘটনার সঙ্গে জড়িত সাব্বির (১৯) নামের এক যুবককে গ্রেফতার করে। গ্রেফতারের সময় তার নিকট থেকে চুরি হওয়া টাকার মধ্যে নগদ ২,৫০০/- (পঁচিশ শত) টাকা উদ্ধার করা হয়।
মিরপুর মডেল থানার থানার সূত্রে জানায়, গ্রেফতারকৃত সাব্বিরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয়রা জানায়, ব্যস্ততম মিরপুর ১০ নম্বর গোলচক্কর এলাকায় প্রায়ই খুচরা চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় পুলিশের দ্রুত পদক্ষেপ সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরিয়ে এনেছে।
গণ মাধ্যমে সাক্ষাৎকারে সৎ এবং সাহসী অফিসার মিরপুর মডেল থানার সাজ্জাদ রোমান বলেন, পুলিশের দাবি, এ ধরনের অপরাধ প্রতিরোধে এলাকায় টহল জোরদার করা হবে এবং সিসিটিভি ক্যামেরা নজরদারি আরও শক্তিশালী করা হবে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page