বদিউজ্জামান-জলঢাকা, নিলফামারী :
বাংলাদেশ জামায়াতে ইসলামীর জলঢাকা উপজেলা শাখার উদ্যোগে আজ দিনব্যাপী পোলিং এজেন্ট প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা পর্যায়ের এজেন্টদের দক্ষ করে গড়ে তুলতেই এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন মোখলেছুর রহমান মাস্টার, আমির জামায়াতে ইসলামী জলঢাকা উপজেলা।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন নিলফামারী-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ওবাইদুল্লাহ সালাফি।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আন্তাজুল ইসলাম, সেক্রেটারি জামায়াতে ইসলামী নিলফামারী জেলা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:
কামারুজ্জামান, নায়েবে আমির, জামায়াতে ইসলামী জলঢাকা উপজেলা
মোয়াম্মার আল হাসান, সেক্রেটারি, জামায়াতে ইসলামী জলঢাকা উপজেলা
মোজাহিদ আল মাসুম, সহকারী সেক্রেটারি, জামায়াতে ইসলামী জলঢাকা উপজেলা
প্রশিক্ষণে বক্তারা নির্বাচনকালীন সময় পোলিং এজেন্টদের দায়িত্ব ও ভূমিকা, নিয়মনীতি, এবং সতর্কতা অবলম্বনের বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। অংশগ্রহণকারীরা প্রশিক্ষণ থেকে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান।
জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এই প্রশিক্ষণের মাধ্যমে দলীয় এজেন্টরা নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম হবেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page