মোঃ গোলাম রাব্বানী-স্টাফ রিপোর্টার :
খুলনা মহানগরীতে শুক্রবার ২২ আগস্ট সকাল দশটার সময় যৌথবাহিনীর একবিশেষ অভিযানে গ্রেনেড বাবুর ক্যাশিয়ার সাব্বির হোসেন রাজু ওরফে মোটা রাজুসহ পাঁচজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী যৌথ বাহিনী।
খুলনা মহানগরী শেখপাড়ার আগাখান স্কুলের পেছন থেকে তাদের আটক করা হয়। এ সময় একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
আটককৃত অন্যরা হলো, সৈয়দ সিবগাতুল্লাহ দীপ্র, রনি, রায়হান ও রাসেল খান। তাদের বিরুদ্ধে গ্রেনেড বাবুর ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে মাদক কারবারে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
সোনাডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) খালিদ জানান, সেনাবাহিনীর একটি অভিযানিক দল নগরীর শেখপাড়া এলাকায় অস্ত্র ও মাদক উদ্ধারের উদ্দেশ্যে অভিযান পরিচালনা করে। এ সময় পাঁচজনকে আটক করা হয়।
আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাদের খুলনা সদর ক্যাম্পে নেয়া হয়। পরবর্তীতে সোনাডাঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page