জুলফিকার আলী জুয়েল :
খুলনার উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের ভাগবা গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে মা ছেলেকে মারপিট করে আহত করার অভিযোগ অভিযোগ একই গ্রামের মোঃ আনিস গাজীর পুএ মুজাহিদ গাজী তার মাতা সখিনা বেগম সহ তাদের সঙ্গীদের বিরুদ্ধে।
গতকাল বুধবার বেলা আনুমানিক ১১ :৩০ মিনিটে নিজ বসত বাড়ির সামনে এই ঘটনা ঘটেছে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ভর্তি করেন। আহতরা হলেন, ভাগবা গ্রামের মোঃ মুনছুর আলী সানার পুএ নাসির উদ্দীন সানা ও মাতা আম্বিয়া বেগম।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভাগবা গ্রামের মোঃ মুনছুর আলী সানার স্ত্রী আম্বিয়া বেগম সকালে সমিতির কিস্তির টাকা দিয়ে বাড়ি ফিরছিলেন এসময় আনিস গাজীর স্ত্রী ছকিনা বেগম তাকে উদ্দেশ্য প্রণোনিত ভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন এসময় তার কথায় প্রতিবাদ করলে আনিস গাজীর পুত্র মুজাহিদ গাজী সহ তাদের লোকজন আম্বিয়া খাতুন কে মারপিট করে একপর্যায়ে আম্বিয়া খাতুন অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান। এসময় মাকে বাঁচাতে তার ছেলে নাসির উদ্দিন ছুটে এসে তার মাকে মাটি থেকে উপরে তুলতে গেলে আনিস গাজীর পুত্র মুজাহিদ সহ কয়েকজন মিলে তাকে মারপিট করে আহত করেন। এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেন।
এবিষয়ে জানতে মুজাহিদ গাজীদের ব্যবহৃত মোবাইল নম্বরে ফোন করা হলে বন্ধ হওয়া যায়।
সর্বশেষ এ বিষয়ে ভুক্তভোগী কয়রা থানায় মামলা করার প্রস্তুতি প্রকিয়াধীন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page