মোঃ সাগর হোসেন :
প্রবাসী স্বামীর পাঠানো টাকা ব্যাংক থেকে তুলে বাড়ি ফিরছিলেন এক নারী। এসময় আরও কয়েকজন নারী তাকে ঘরে ধরে গল্প জমায়। এক পর্যায়ে ওই নারীর ব্যাগ থেকে হাতিয়ে নেয় এক লাখ টাকার একটি বান্ডিল। চোখের পলকে ঘটে যাওয়া এ ঘটনাটি মেহেরপুরের মুজিবনগর উপজেলা শহর কেদারগঞ্জে। জানা গেছে, আজ মঙ্গলবার দুপুরে অগ্রণী ব্যাংক মুজিবনগর শাখা থেকে ২ লাখ ৮৫ টাকার তোলেন পুরন্দর গ্রামের মালয়েশিয়া প্রবাসী সাদিকুরের স্ত্রী হোসনে আরা। ব্যাংকের বাইরে গিয়ে তিনি ডাবের পানি পান করছিলেন।
এসময় বোরখা পরা কয়েকজন নারী তাকে ঘিরে ধরে গল্প জমায়। এক পর্যায় ওই নারীর ভ্যানেটি ব্যাগ থেকে ১ লাখ টাকার একটি বান্ডিল নিয়ে পালিয়ে যায় এক নারী। বিষয়টি বুঝতে পেরে ওই নারীর খোঁজ করলে অন্যরাও কৌশলে সটকে পড়ে। বিষয়টি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে।
মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, সিসিটিভি ক্যামেরার ফুটেজে বোরখা পরা নারীকে চিহ্নিত করা হয়েছে। তার নাম ঠিকানা অনুসন্ধান করে আটক করার চেষ্টা করছে পুলিশ।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page