রায়হান শেখ-মোল্লাহাট (বাগেরহাট) :
বাগেরহাটের মোল্লাহাটে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষে র্যালি, পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে ফিরে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ দীঘির পানিতে মাছের পোনা অবমুক্ত করা হয়। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও মৎস্য চাষে সফল উদ্যোক্তা, চিংড়ি ও কার্প জাতীয় মাছ চাষ ক্যাটাগরিতে ৩ জনকে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাজীব রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আবুল হাসান, কৃষি কর্মকর্তা মোঃ মতিয়র রহমান, উপপুলিশ পরিদর্শক ওবায়দুল, পরিসংখ্যান কর্মকর্তা হায়দার আলী ও প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, নির্বাচন কর্মকর্তা ইনায়েত, সহ-সভাপতি আব্দুল্লাহ ফারুক, সাংবাদিক কেএম মাহামুদুল হক প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি”—এই প্রতিপাদ্যের বাস্তবায়নের মাধ্যমে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page