নীলফামারী প্রতিনিধি :
নীলফামারীতে ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে সনাতনী ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব জন্মাষ্টমী পালিত হয়েছে।আজ শনিবার (১৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে শহরের শ্রী শ্রী আনন্দময়ী কালিমাতা মন্দির চত্বর থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মন্দির প্রাঙ্গণে ফিরে এসে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক প্রবীর গুহ রিন্টু প্রমুখ। এ সময় বক্তারা বলেন, ‘ভগবান শ্রীকৃষ্ণ সত্য, ন্যায় ও ধর্ম প্রতিষ্ঠা করেছেন। তাঁর জীবনাদর্শ সমাজে ন্যায়, শান্তি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় আজও প্রাসঙ্গিক।’
এসময় শ্রী শ্রী আনন্দময়ী কালিমাতা মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক তাপস সাহা, কোষাধ্যক্ষ শুভাগত সরকার মনোন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সদস্য ঝন্টু ভৌমিক, জেলা সদস্য সচীব মিঠু দে সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। সভা শেষে ভক্তবৃন্দরা পূজা-অর্চনা ও ধর্মীয় আলোচনায় অংশ নেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page