অর্জুন কুমার শীল-নোয়াখালী :
নোয়াখালীতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী শোভা যাত্রা ও নন্দ উৎসব।
আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা মৃত সংঘ ইসকন দত্ত বাড়ির মোড়ে শ্রী শ্রী রাধা গোকুলান্দ গৌরহরি মন্দির প্রাঙ্গণে আয়োজন করে তিন দিনব্যাপী এই উৎসবের।আয়োজনেরয়েছে ভজন কীর্তন জন্মাষ্টমী উপলক্ষে ধর্মীয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। জন্মাষ্টমী উপলক্ষে বর্ণনাট্য জাতীয় শোভাযাত্রা।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় জেলা প্রশাসক ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাননীয় পুলিশ সুপার নোয়াখালী।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page