মোঃ আবুল কালাম-নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :
নবীনগর রিপোর্টার্স ক্লাবে এক মতবিনিময় সভায় অংশ নিলেন নবীনগরের কৃতি সন্তান ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। আজ ১৬ আগস্ট শনিবার অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নবীনগর রিপোর্টার্স ক্লাবের সভাপতি শাহীন রেজা টিটু।স্থানীয় সাংবাদিকদের সঙ্গে সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট, সামাজিক নানা ইস্যু এবং নবীনগরের উন্নয়ন সম্ভাবনা নিয়ে খোলামেলা আলোচনা হয়।
আবুল কালাম আজাদ বলেন, “গণমাধ্যম হলো জাতির দর্পণ। সঠিক সংবাদ প্রকাশের মাধ্যমে সমাজের অন্যায়-অবিচার দূর করা সম্ভব। সাংবাদিকরা জাতির অগ্রযাত্রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন।”
তিনি আরও বলেন, নবীনগরের উন্নয়নে রাজনৈতিক নেতৃবৃন্দের পাশাপাশি সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য। সঠিক সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজ সচেতনতা বৃদ্ধি পায় এবং একটি উন্নত ও সুন্দর নবীনগর গড়ে ওঠে।নবীনগরের উন্নয়নে আমি সর্বদা জনগণের পাশে থাকবো।
মতবিনিময় সভায় রিপোর্টার্স ক্লাবের সভাপতি শাহিন রেজা টিটু বলেন,সত্য প্রকাশে নবীনগর রিপোর্টার্স ক্লাব আপনাদের পাশে আছে। আপনাদের রাজনৈতিক এবং সামাজিক উন্নয়নের কথা লিখনির মাধ্যমে জনগণকে জানানো হবে স্থানীয় সাংবাদিকদের অন্যতম সংবাদ । তারা আবুল কালাম আজাদের সাথে বিভিন্ন সামাজিক ও পেশাগত বিষয়ে আলোচনা করেন এবং ভবিষ্যতে নবীনগরের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় বিএনপি নেতা আবুল কালাম আজাদ নবীনগর রিপোর্টার্স ক্লাবের দাতা সদস্য হওয়ার আগ্রহ প্রকাশ করেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page